ভুলে ভরা ধরণী – শাহানা সিরাজী
দিন যায় রাত যায় ফুল যায় ঝরে
চাঁদ বলে মেঘ ভাই মন তাই মরে
চাঁদ-মেঘ- ফুল যেন এক সাথে থাকে
প্রেম যেন অকাতরে ছুঁয়ে যায় তাকে
দূরে যেন দূর নয়
প্রেম যেন ভুল নয়
যতোদূরে যাও চাঁদ ততো আসি কাছে
দুজনার মন যদি এক সাথে থাকে
জলে যদি নেমে যাও
ঢেউয়ে যদি ভেসে যাও
তীরে তীরে হেঁটে হেঁটে খুঁজে নেবো ফিরে
ঝরে পড়া ফুল যেন বলে কথা ধীরে
রাত যদি কেটে যায়
বোশেখী মৃদূ বায়
ঘেমে নেয়ে একাকার দুটো চোখ হাহাকার
যেনে রেখো সজনি ভুলে ভরা ধরণী তুমি শুধু আমার
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।