বোর্ডের কে কি অফিস করে! প্রশ্ন মাশরাফির

বোর্ডের কে কি অফিস করে! প্রশ্ন মাশরাফির

ক্রিড়া প্রতিবেদকঃ ক্রিকেটে যেন চলছে ঝড়। গত শনিবার রাতে এক ফেসবুক লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে নানা অভিযোগ জানিয়েছিলেন সাকিব। এবার এক বেসরকারি টেলিভেশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বললেন, ফিটনেস টেস্টে কখনো ফেল করেননি তিনি। যারা তার ফিটনেস নিয়ে কথা বলেন, তারা আদৌ অফিস করেন কি না এমন প্রশ্নও তুলেন মাশরাফি।

২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে নিজের অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে ওই দলে ছিলেন না মাশরাফি। তখন কথা উঠেছিল তার ফিটনেস নিয়ে।

তবে মাশরাফির দাবি, গত বিশ বছরের ক্যারিয়ারে কখনোই ফিটনেস টেস্টে ফেল করেননি তিনি, ‘আমার যতই ইনজুরি আসুক, যতকিছুই হোক বিগত বিশ বছরে আমার একটা ফিটনেস টেস্টেও ফেল নেই। বাংলাদেশ ক্রিকেট তো আজকের না, ১৯৮০ সাল থেকে। আমি ওই সময় প্লেয়ার ছিলাম না। আমি ২০০১ থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত, যেকোনো জায়গায় একটা ফিটনেস টেস্টে আমাকে ফেল দেখান, যেকোনো জায়গায়।’

যারা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন তারা আদৌ অফিস করে কি না, ’আমি তো এগুলো কখনো ক্যামেরার সামনে এসে বলি নাই। অনেকে হয়তো বলেছে মাশরাফি হয়তো ফিট নাও থাকতে পারে। আমি তখন ভেবেছি এরা কি কোনো তথ্য রাখে। দর্শকরা অনেক কিছু না জেনেই বলতে পারে। কিন্তু বিসিবির সঙ্গে সম্পৃক্ত থেকে যারা বলতেছে খুবই অবাক লাগে উনারা কি আসলে আদৌ অফিস করে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top