শরণ – শাহানা সিরাজী
দুপুরের উত্তাপ ছুঁয়ে দিই
পুড়তে পুড়তে থেমে যাই
নীলশিখা নীল নয় জেনেই
গোলাপের রঙ মেখে নিই
পলাশের ঝরে যাওয়া স্বাভাবিক
জন্ম-মৃত্যুর আকরিক শিলা গিলে
ঝরে যাওয়া পলাশের পাশে থাকি
যেন হও প্রাণের চেয়েও কিছু অধিক
কোকিলের কুহুকুহু স্বাধীন ডাক
পরাধীন মনে চুপে চুপে লাগায় দোলা
কেউ জানে না হৃদয়সরোবর কাঁপে
চারদিকের জলে জমে ওঠে তীব্র পাক
সাংসারিক আয়োজনে ঝেড়ে নিই চিটাধান
সাথে চলে যায় হৃষ্টপুষ্ট উচ্চফলনশীল জাত
তবু মন পোড়ে নিবিড় খেলার তোড়ে একা
সম্মুখে ভালোবাসার সুগভীর অভিজ্ঞান…
রক্তে মেশানো স্পন্দন কোষে কোষে দহন
ষাষ্ঠাঙ্গের মধুর সম্ভাষণে দক্ষিণার মেলা
আমাদের কুজনে বিস্মিত পাখিরা কান পাতে
ভালোবাসা দরজায় দাঁড়িয়ে বলে এখানে শরণ…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটি আই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কয়হা সাহিত্যিক।