চরফ্যাশনে পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন পৌর সভার নির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারী। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ।

বৃহম্পতিবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই সব কথা বলেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সঞ্চালনায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক আরো বলেন, দেশে এখন আইন শৃংখলার অবস্থা খুবই ভাল রয়েছে। নির্বাচনের বিষয় নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে সিইসি নির্দেশ দিয়েছেন। সরকারও কঠোর অবস্থানে রয়েছেন। আগামী ২৮ তারিখের চরফ্যাশন পৌর নির্বাচন আইন শৃংখলা সুন্দর রাখার জন্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেকে নির্দেশ প্রদান করেন। নচেৎ প্রশাসন আইনের মাধ্যমে সকল ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনী আচরবিধির প্রতি লক্ষ রাখবেন। যাতে কেউ আচর বিধি লঙ্গন করতে না পারে সেই দিকে দৃষ্টি রাখতে হবে।

বিশেষ অতিথি ভোলা পুলিশ সুপার সরকার মো. কায়ছার আহম্মেদ বলেন, নির্বাচনে ভোটে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রয়োজেন পুলিশ বাড়ী থেকে নাগরিককে এনে ভোট দেয়ার ব্যবস্থা করবেন। ইভিএম ভোটের মাধ্যমে চরফ্যাশনে ভোট গ্রহণ করা হবে। আচরণবিধি লঙঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাস, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি হাসেম মহাজন, সম্পাদক মনির আহম্মেদ শুভ্র, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আমির হোসেন, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নোমান সিকদারসহ মেয়র কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top