একটা কথা পরিষ্কার জেনে নেন – হাসান আবিদুর রেজা জুয়েল
একটা কথা পরিষ্কার জেনে নেন – ছেলে বা মেয়ে শিশুদের উপর যৌন নির্যাতন শুরু হয় ঘরে – কাজের লোক,মামা, চাচা, লজিং মাস্টার, প্রাইভেট মাস্টার, বেড়াতে আসা পুরুষ আত্মীয়, কম কিন্তু ক্ষেত্র বিশেষ মহিলা আত্মীয় দের হাতে ।
জেনে বলছি কথাটা । কাজেই সন্তান, সে ছেলে বা মেয়ে যাই হোক , বোঝান – তার শরীরের কোথায় কেউ হাত দিলেই সেটা মা/ বাবা কে জানাতে হবে ।
তাতে(আপনাদের) শিশু নিজেও শিখবে সে ও অন্য কারো কোথায় হাত দিতে পারবে না ।
হাসান আবিদুর রেজা জুয়েল
সংগীত শিল্পী, প্রযোজক, গণমাধ্যম কর্মী।
ঢাকা, বাংলাদেশ।
প্রিয় ভাই-বোন বন্ধু ও আত্মীয় স্বজন আপনাদের কাছে বিশেষ অনুরোধ “হাসান আবিদুর রেজা জুয়েল”এর লেখাটা গুরুত্বের সাথে দেখবেন, পড়বেন এবং অনুসরন করবেন।
আমাদের পরিবার, সামাজ এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে শিশু নির্যাতন তথা শিশু যৌন নির্যাতনের নির্মমতা বাড়ছে। মেয়ে শিশু বা ছেলে শিশু বলে কথা নয়। সমাজের মানুষের আজ হিংস্রপশুর মত খাবলে খাচ্ছে।
আপনারা যারা বাবা মা হয়েছেন, শিশুর পিতা মাতা হিসাবে আপনাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। আপনি ছাড়া আপনার সন্তানের সুরক্ষা কেউ দিতে পারে না। সচেতন হোক। আপনার সন্তানের সাথে এমন আচরণ যেন না ঘটে সেদিকে সুদৃষ্টি দিন
আগামীর পৃথিবীকে আজকের শিশুরাই এগিয়ে নিবে।
সাগর চৌধুরী
প্রকাশক ও সম্পাদক
wnews360.com