কবিতা লিখি না অনেক দিন ধরে – শাহানা সিরাজী
কবিতা লিখি না অনেক দিন ধরে
শব্দগুলো জটপাকিয়ে হুলুস্থুল!
অথচ রোজ কবিতার খাতা খুলে বসি
কলম থাকে মুখে…
কবিতা লিখি না অনেক দিন ধরে
শরৎ গেলো হেমন্ত গেলো পৌষও চলে গেলো
শব্দেরা ক্রমাগত পাক খেতে খেতে কখন
আগত ফাগুনকে প্রশ্ন করে…
কবিতা লেখা হয় না অনেক দিন ধরে
পৃথিবীর গায়ে কতো কী বেদনা কালোগোলাপ হয়ে ফোটে!কখনো মন খারাপের দেয়ালে পেরেক ঠুকে ঠুকে ঝুলিয়ে দেয় পোট্রেট খুব চেনা মুখের
কবিতার খাতা ভিজে কাতর…
কবিতা লেখা হয় না অনেক দিন ধরে
মৌয়াল কতো কতো হুলের আঘাত সয়ে
মৌচাক নিয়ে আসে, ভোগ করে কে?
আদ্যপান্ত পাঠ করে ছেঁড়াপুঁথি ছুঁড়ে ফেলে
কবিতার শব্দগুলো পথে পথে ফেরি হয়..
কবিতার পংক্তির মতো
শব্দ হতে শব্দে ফেরি হতে হতে
হারাই অস্তিত্ব….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।