২০০ টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

২০০ টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মালিকের পাওনা ২০০ টাকা না দেওয়ায় ৬৩ বছর বয়সী লোকমান হোসেন নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় খোরশেদ আলমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান চররুহিতা গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে। অভিযুক্ত অটোরিকশা মালিক খোরশেদ একই এলাকার সিরাজ উল্যা পালোয়ানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধ লোকমান ভাড়ায় খোরশেদের অটোরিকশা চালাতেন। কিছুদিন আগে তিনি খোরশেদের রিকশা চালানো বন্ধ করে দেন। কিন্তু তার কাছ খোরশেদ ২০০ টাকা পেত।

বৃহস্পতিবার রাতে ঘটনার সময় লোকমানকে সড়কে গতিরোধ করে পাওনা টাকা দাবি করে খোরশেদ। টাকা পরে দেওয়ার কথা বলতেই খোরশেদ তাকে এলোপাথাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে খোরশেদ বুকের ওপর উঠে গলাটিপে লোকমানকে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে লোকমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লোকমানের চাচাতো ভাই মুরাদ হোসেন বলেন, ‘আমার ভাইয়ের কাছ থেকে খোরশেদ ২০০ টাকা পেতো। রাস্তার ওপর খোরশেদ টাকা চাইলে ১০০ টাকা করে আমার ভাই শুক্র ও সোমবার পরিশোধ করবে বলেছে। কিন্তু খোরশেদ এতে রাজি না হয়ে আমার ভাইকে গলাটিপে হত্যা করেছে।’

লোকমানের ছেলে রাকিব হোসেন বলেন, ‘খোরশেদ পাওনা টাকার জন্য নির্মমভাবে মেরে গলাটিপে আমার বাবাকে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘২০০ টাকা নিয়ে হাতাহাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top