চরফ্যাশনে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস পালিত।
চরফ্যাশন প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস৷ ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
আজ বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন।
আজ ভোলা চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলাদা আলাদা ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে৷
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষণ ও মুক্তির গান বাজানো, শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ী প্রতিযোগির মধ্যে পুরষ্কার বিতরণ কর্মসূচি ছিল অন্যতম৷
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ উপজেলা আওয়ামীলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগের নেতৃবৃন্দ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে আমরা নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখবো৷ সমাজকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর বিপ্লবের সোনার বাংলা। মহান বিজয় দিবসে এটাই হোক আমাদের প্রত্যাশা৷ আমরা সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো ইনশাআল্লাহ৷