পড়শি – শাহানা সিরাজী
পড়শি রে
জানালাটা খোল
দেখি একবার আগুনরোদ্দুরে
তোর এলোচুল
একবার খাট থেকে নেমে দাঁড়া
মসৃণ পায়ে দেখি কেমন লাগসই হয়
সুজ হাসপাপিস ছাড়া
চিরুনীটা নেয় হাতে
নারকেলতেল মেখে
দেখি কেমন পরিপাটি সিঁথি করিস
আয়নায় দেখ মুখ রেখে
এখানে
এপাশে সারারাত জেগে
আছি ধুপকাঠি জ্বেলে
অনামিকা ভোর যেন আসে
রঙিন নেশার পাশা খেলে
পড়শি রে, ও পড়শি –
কান পেতে শোন আঙিনার ওপারে
ঠিক কতোটুকু দূরে
হারিকেন মাজতে গিয়ে চিমিনিটা দিয়েছি ভেঙে
পাছে দেখে ফেলিস তাই গিয়েছি সরে!
পড়শি রে, ও পড়শি
একবার বাঁশিটা নেয় হাতে
খুব চেনা গানে দেখি কেমন সুর তুলিস
কোন রাগ ওঠে বেজে তাতে…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটি আই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও অওথা সাহিত্যিক