যে কোন মূল্যে সমাজ থেকে নারী নির্যাতন এবং ধর্ষণ নির্মূল করতে হবে – ডিআইজি শফিকুল ইসলাম
কাজী আল আমিন বরিশাল বুরো প্রতিনিধিঃ “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে” ডিআইজি বরিশাল ম উপস্থিতি।
আজ ১৭.১০.২০২০ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার),পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রতিটি পরিবার, গ্রাম, মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে জেরালো ভুমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন ”প্রতিটি নারী আমাদের মা/বোন অথবা কন্যা। যে কোন মূল্যে সমাজ থেকে নারী নির্যাতন এবং ধর্ষণ নির্মূল করতে হবে।” একই সাথে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, দেশব্যপী প্রায় সাত হাজার বিটে একসাথে অনুষ্ঠিত প্রোগ্রামের অংশ হিসেবে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানে বরিশাল রেঞ্জাধীন ০৬ জেলায় আজ একযোথে ৪৭২টি বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বরিশাল জেলার পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তা,বানারীপাড়া,মেয়র বানারীপাড়া পৌরসভা, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বানারীপাড়া আওয়ামীলীগ, প্রিন্সিপাল বানারীপাড়া ডিগ্রী কলেজ,সভাপতি বঙ্গবন্ধু সংস্কৃতি জোট,বানারীপাড়া, বরিশালের বীরমুক্তিযোদ্ধাগন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।