গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইট স্বত্ব নিয়ে বৈঠক করেন – প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি
সাগর চৌধুরীঃ আজ রবিবার দুপুরে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইট স্বত্ব সুনিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ কপিরাইট অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আহবায়ক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নকীব খান, ফুয়াদ আহম্মেদ, কুমার বিশ্বজিৎ, শওকত আলী ইমন,বাপ্পা মজুমদা, জয় শাহরিয়ার এবং বাংলাদেশ গীতিকবি সংঘের প্রধান সমন্বায়ক শহীদ মাহমুদ জঙ্গী,কবির বকুল, জুলফিকার রাসেল সহ সংগীত অঙ্গনের সিনিয়র গীতিকার, সুরকার ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
গীতিকবি আসিফ ইকবাল অনুষ্ঠান সঞ্চালনাা করেন।
এসময় গীতিকবিরা, শিল্পীরা ও সুরকাররা তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।