তোফায়েল আহমেদের বোন (নুর চেয়ারা’র) দাফন সম্পন্ন
সাগর চৌধুরীঃ বাংলাদেশ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের বড় বোন নুর চেয়ারা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। আজ ভোলার কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নুর চেয়ারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক হাজার মানুষ অংশ নেন।
এরপর দ্বিতীয় জানাজায় করোনা সতর্কতা ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে অংশ নেন তোফায়েল আহমেদ এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ আত্মীয়স্বজন ও দলীয় নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলার কোড়ালিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে নুর চেয়ারা খাতুন ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন সম্পন্ন হওয়ার পর স্থানীয় মসজিদের মুসল্লিদের সঙ্গে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় উক্ত দোয়া ও মিলাদ তোফায়েল আহমেদ এমপি এবং ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি অংশগ্রহণ করে দোয়া ও মোনাজাত করেন।