বিশ্ব অর্থনীতির গতি ফিরতে ৫ বছর সময় লাগবে – বিশ্বব্যাংক

PicsArt_09-17-07.45.56.jpg

বিশ্ব অর্থনীতির গতি ফিরতে ৫ বছর সময় লাগবে – বিশ্বব্যাংক

বিশেষ প্রতিবেদকঃ করোনাভাইরাস মহামারি কারণে মারাত্মক সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি। সহসাই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অর্থনীতির মন্দাবস্থা কাটিয়ে উঠতে আরও পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারম্যান রেইনহার্ট বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহস্পতিবার রেইনহার্ট বলেন, ‘লকডাউন সংক্রান্ত সব বিধিনিষেধ যদি প্রত্যাহার করে নেয়া হয় তাহলে হয়তো দ্রুত অর্থনীতির কিছুটা গতি ফিরতে শুরু করবে। কিন্তু পূর্ণমাত্রায় বিশ্ব অর্থনীতির গতি ফেরার জন্য আরও পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক এই মহামারির কারণে সৃষ্ট মন্দা অন্যান্য দেশের তুলনায় বেশকিছু দেশে দীর্ঘস্থায়ী হবে। এতে ধনী-গরিব বৈষম্য আরও বাড়বে। ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলোতে এ সংকটের প্রকোপ বেশি হওয়ায় সবচেয়ে দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

মহামারির কারণে গত ২০ বছরের মধ্যে এই প্রথম বিশ্বে দরিদ্র মানুষের সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।

এর আগেও এমন পূর্বাভাস এসেছিল। তাতে বলা হচ্ছিল, করোনার কারণে আরও অনেক মানুষ দরিদ্র হওয়ায় এতদিন ধরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যতটকু অর্জিত হয়েছিল তা হুমকির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top