অক্টোপাস হবো – শাহানা সিরাজী
মন তো চায় অক্টপাস হই
কাঁকড়ে রাখি আখরে
থাকতে পারবে তেমন করে
ব্লাড সুগারের ভেতরে?
পারবে না তো! কেন বলো,
ঘি সয় না কার পেটে?
আমি তো আর বাটার-মাখন
এমন কোন বস্তু নই; আস্ত মানুষ-
সুখে-দুঃখে, জরায়-ব্যাধিতে
পারবে না কি মাথার কাছে
রাখতে হাত গভীর অনুরাগে?
আকাশ যতো দূরের ভাবো
আকাশ থাকে অন্তরে
পারবে নাকি মেলতে ডানা
আমার জন্য পলকে?
বলবে নাকি একটি কথা
ঝরাপাতার বন্দরে
কোন সাধনায় সিদ্ধ হই
লক্ষ কোটি অন্তরে
ফড়িং জানে কোন বেদনায়
বাঁধা পড়ে বড়শিতে
পারবে নাকি ঠেকাতে মাছ
কারেন্টজালের মাঝিতে!
পারো যদি বেরিয়ে আসো
হৃদয় জ্বলে যায়
মানব জনম কেন তবে
কারণ খুঁজে কে পায়!!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর পিটিআই
মুন্সীগঞ্জ
কবি প্রবন্ধকার ও কথা সাহিত্যিক