চরফ্যাশনে সন্ত্রাসী হামলায়, নারী সাংবাদিক কে শ্লীলতাহানির চেষ্টা, আহত ০৪ সাংবাদিক

PicsArt_07-21-09.28.17.jpg

চরফ্যাশনে সন্ত্রাসী হামলায়, নারী সাংবাদিক কে শ্লীলতাহানির চেষ্টা, আহত ০৪ সাংবাদিক

মাসুদ রানাঃ ভোলার চরফ্যাশনে বেতুয়া ঘাটে চিংড়ির রেনু পাচারের সংবাদ সংগ্রহের মুহূর্তে ৪ সাংবাদকর্মীর উপর অতর্কিত হামলা করা হয়। নারী সাংবাদিক কামরুন্নাহার শিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে সন্ত্রাসী বাহিনী।

আহত সংবাদকর্মীগন বলেন, সোমবার (২০ জুলাই) চরফ্যাশনের বেতুয়া ঘাটে চিংড়ি রেনু পাচারের সংবাদ সংগ্রহ কালে রেনু পাচারের মূল হোতা লুৎফর দেওয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাই টিভি (ভোলা দক্ষিণ) প্রতিনিধি সিরাজ মাসুদ, দক্ষিনের ক্রাইম পত্রিকা প্রতিনিধি জিহাদুল ইসলাম, সিএনএন বাংলা চরফ্যাশন প্রতিনিধি ইলিয়াছ ও কামরুন নাহার শিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে লুৎফর এর সন্ত্রসী বাহিনী।

এসময় তাদের সাথে থাকা ক্যামেরা, ল্যাপটপ নিয়ে যায় ও মাইক্রোবাস ভাঙচুর করে।

এ ঘটনায় বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাগর চৌধুরী ও সাধারাণ সম্পাদক হাফিজুর রহমান শফিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সেই সাথে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top