“মানবতার পুলিশ”
আজকে একজন পুলিশ সদস্য তার ফেসবুকে এই বাচ্চার ছবিটি দিয়ে নিচের লেখাটি লিখেন
“সকাল ১০টা ৩০ মিনিট। চট্টগ্রামের জিইসি মোড়। কয়েকজন সহকর্মী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যস্ত। আমি পাশে গাড়ির বাইরে দাড়িয়েছিলাম। ছবির ছেলেটি একটি বন্ধ দোকানে হেলান দিয়ে বিষন্ন চোখে বার বার তাকাচ্ছিল আমার দিকে। একসময় উঠে আমার গাড়ির চারপাশে ঘুরতে শুরু করল। তারপর সাহস করে চলেই এলো আমার কাছে। বলল, স্যার কাইলতে কিছু খাই নাই, খাবার দেন। আমি তাকে টাকা দিতে চাইলাম, রাজি হলো না। বলল, ‘দোকান হোটেল বন্ধ স্যার, বাড়ির সবাইরে খাওয়াবার পারব না।’ মনটা খুব খারাপ হয়ে গেল। গাড়ির পিছনে কয়েকটি ত্রানের (খাদ্যসামগ্রী) প্যাকেট ছিল। একটা ওকে দিলাম। ছেলেটি ব্যাগটিকে এমনভাবে জড়িয়ে ধরল যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান আর আপন জিনিস তার ঐ ব্যাগ। ভালো থেকো খোকা। আমরা সবাই তোমাদের পাশে আছি, পাশে থাকব।”