অবশেষে বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডিকে বাসায় পৌঁছে দিলো পুলিশ
শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে মধ্যরাতে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পেলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে পুলিশ তাদের বেসিক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেন।
এ সময় বিক্ষোভকারীরা ব্যাংকের এমডি ও চেয়ারম্যানকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা চলে যাওয়ার পরপরই বিক্ষোভকারীরাও চলে যান।
প্রসঙ্গত, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের প্রতিবাদে ব্যাংকটির কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন।
গত ২৩ ডিসেম্বর থেকে ব্যাংকটির কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রবিবার বিকাল থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা অবরুদ্ধ ছিলেন।
এদিন বিকাল চারটা থেকে ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুলকে অবরুদ্ধ করে রাখেন। তাদের সঙ্গে বোর্ডের সদস্যরাও অবরুদ্ধ ছিলেন। রবিবার দুপুর থেকে সেনাকল্যাণ ভবনে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মীরা অবস্থান নেন।
বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে এর আগে, গত ২৩ ডিসেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের রুমের সামনে তারা বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের একটি চিঠি ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে জারি করা হয়।