বড়দিন উপলক্ষে প্রস্তুত গির্জা, প্রার্থনা শুরু আজ রাতে

PicsArt_12-24-07.11.35.jpg

বড়দিন উপলক্ষে প্রস্তুত গির্জা, প্রার্থনা শুরু আজ রাতে

সাগর চৌধুরীঃ আজ রাত শেষেই ২৫ ডিসেম্বর বুধবার। আগামীকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘ক্রিসমাস’। দিনটিকে বাংলায় ‘বড়দিন’ হিসেবে অভিহিত করা হয়।

এই দিবসটি উদযাপনে বরাবরের মতো এবারও উৎসবের রঙে সেজেছে রাজধানীসহ সারা দেশের গির্জাগুলো। বিশ্ববাসীর মঙ্গল কামনা করে আজ রাত থেকেই শুরু হচ্ছে প্রার্থনা।

উৎসব পালনের জন্য গির্জাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাত দিনব্যাপী সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে।

সারা দেশের গির্জাগুলো এখন প্রস্তুত বিশেষ প্রার্থনার জন্য। রাজধানী সহ গির্জা ঘুরে দেখা গেছে, আলোকসজ্জা।

লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে হয়ে উঠেছে গির্জাগুলো সেই সাথে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘ক্রিসমাস’। এই উপলক্ষে wnews360.com পরিবারের পক্ষথেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top