বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়নে কম্বল বিতরণ।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহান উদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান অতিথি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী‘র উপস্থিত হয়ে ৪৩০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদার বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য আজকে কম্বল পাঠিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাদের কথাই চিন্তা করেন। এসময় পক্ষিয়া ইউনিয়নের সচিব মোঃ আশরাফুল ইসলামসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।