হংকংয়ে বিক্ষোভকারীর ওপর পুলিশের গুলি
ফরেন ডেক্সঃ হংকংয়ে পুলিশের গুলিতে অন্তত ২ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সকালে বিক্ষোভকালে এই ঘটনা ঘটেছে।
বিক্ষোভকারীদের বিক্ষোভ ফেসবুকে লাইভ চলাকালে এই ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, গুলিতে আহত ব্যক্তিরা মাটিতে পড়ে আছে।
একটি ফুটেজে দেখা যায়, সাই ওয়ান হো জেলায় এক পুলিশ কর্মকর্তা এক মুখোশ পরিহিত ব্যক্তিকে আটকের চেষ্টা করছেন। সেখানকার একটি রাস্তা অবরোধ করে রেখেছিল বিক্ষোভকারীরা। সে সময় অপর এক বিক্ষোভকারী এগিয়ে এলে তার ওপর গুলি চালায় পুলিশ। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি।
গুলিবিদ্ধ ওই ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
এরপরে পুলিশের গুলিতে মুখোশ পরা আরও এক বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।
গত জুনে হংকংয়ে বিক্ষোভ শুরুর পর এ নিয়ে দেশটির পুলিশ তৃতীয়বারের মত সরাসরি কারো ওপর গুলি চালালো।