রাজধানীতে নির্বাচন ভবনে আগুন।

PicsArt_09-09-03.55.44.jpg

রাজধানীতে নির্বাচন ভবনে আগুন।

নগর প্রতিবেদকঃ রাজধানী ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়েছে বিভিন্ন সূত্র।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে ভবনের গ্রাউন্ড ফ্লোরে সূত্রপাত হয়ে বেজমেন্ট ওয়ান এবং  টু’তে এ আগুন লাগে।  ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে কাজ করে রাত ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহবুব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুনের উৎস সম্পর্কে আমরা অবহিত না। তদন্ত করলে বোঝা যাবে কীভাবে আগুন লেগেছিল এবং কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিতে ফায়ার, এনআইডি বিভাগ, গণপূর্ত বিভাগের প্রকৌশলী থাকবেন। তারা তিনটি বিষয় খতিয়ে দেখবে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে যাতে আগুন না লাগে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সেফটি কেন কাজ করেনি তাও প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top