পুলিশের কাছে আটক ফরিদ দালাল। দুজনের মাঝ খানে।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ শনিবার রাত সারে ৮টার সময় বোরহানউদ্দিনে প্রায় অর্ধকোটি টাকার গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দিবাগত রাতে মৎস্য কর্মকর্তার গোপন অভিযানের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভার ৮নং ওয়ার্ড এই রেনু পোনা আটক করা হয় । আটককৃত গলদা চিংড়ির রেনু পোনা খোয়াঘাট খালে অবমুক্ত করা হয়। অবৈধ রেনু পোনা আটক কালে গলদা চিংড়ির পাচার কারিদের হামলার শিকার হয়, সাংবাদিক সহ দুই পুলিশ সদস্য ও মৎস্য কর্মকর্তা । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আঃ কুদ্ দূস ।
নিরার্হী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অবৈধ চিংড়ি পাচার কারিরা পালিয়ে যায় । পালানোর সময় ধরা পড়ে অবৈধ গলদা চিংড়ি পাচার কারিদের দুই জন । তারা হলেন ফরিদ দালাল ও সফিক মাছ ব্যাপরি । বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আঃ কুদ্ দূস ভ্রাম্যমান আদালতের ম্যাধমে দুজনকে একমাসের কারাদন্ড দেন ।
এই ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার শিকদার বলেন, পুলিশের উপর হামলা নয়, মৎস্য কর্মকর্তা ও সাংবাদিককে হামলা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে । এ সময় পুলিশ সদস্য শামিম হালকা আহত হয় । বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, অবৈধ রেনু পোনা আটক কালে অবৈধ রেনু পোনা পাচার কারীদের হামলার শিকার হই । সরকারের ফরমান পালন কালে যারা বাঁধা দিয়েছে তারা সরকারের ভাবমূর্তী নষ্ট করার চেষ্ঠা করছে ।
বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আঃ কুদ্ দূস বলেন, ফরিদ দালাদ ও সফিক ব্যাপারিকে এক মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে ।