তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা ” সুহৃদ ”
সুহৃদ
মোঃ আঃ কুদদূস
ভুল হলে ক্ষমা করো
ওহে মোর সমব্যথী,
আঁধারে ফেলে যেও না,
জ্বালিয়ে দিও বাতি।
ভুলে ভরা মর্তের জীবন
থাকবে নাকো চিরদিন,
ভুলের মাশুলে করো না
অর্জন মোর বিমলিন।
ভুল করা ভুলো মন
আজো খোঁজে তারে
যাকে হেরিতে কাঁদে সে
শূন্য ভরা তেপান্তরে।
ভুল হলে ভুলে যাও
ওগো মোর প্রিয়ে!
তুমি তো রইবে নিরন্তর,
জুড়ে মোর হিয়ে।
পথের ধারে দেখা হলে
কোন এক সুদিনে,
মায়া ভরা প্রশস্ত বুকে
ইশারায় ডেকো নয়নে।
ক্ষমা করা ভুল আমার
ভুলিয়ে দিও যতনে
আমি তো চেয়েই আছি
তব নির্মল আগমনে।
আবার দেখা যদি হয়-
দেখিব, তোমার হাসি
কান্না ভুলে বলবো তবে
কতটা যে ভালোবাসি।
২৪ মার্চ ২০১৯
ঢাকা