তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “বিজয়”।

PicsArt_09-16-10.10.09.jpg

বিজয়
মোঃ আঃ কুদদূস

বছর ঘুরে আসল ফিরে
মহান বিজয় দিবস
আকাশ বাতাস বেজায় খুশি
মনে প্রাণে উল্লাস।

ডিসেম্বরের ষোল তারিখ
লাল সবুজের খেলা
সারাটি মাস জুড়ে এবার
বসবে বিজয় মেলা।

মুক্তিযুদ্ধ, গৌরব মোদের
বাঁচবার অহংকার
বিজয় দিনে ছুটবো দলে
নিয়ে সব অধিকার।

সবাই মিলে সবুজ মাঠে
হাসবো খুশির হাসি
বিজয় দিনে বাংলাদেশকে
অনেক ভালোবাসি।

জীবন ধরে এই অন্তরে
সবুজ শ্যামল এই দেশ
গর্ব ভরে ঘুরে বেড়াই
মস্তকে বীরের বেশ।

লক্ষ প্রাণের আত্মত্যাগে
আনলো যাঁরা বিজয়
ভালো তাদের বাসি মোরা
দিয়ে মোদের হৃদয়।

সবুজ মাঠের হলদে বর্ণে
অপরূপ বাংলাদেশ
বিজয় দিনে বেজায় খুশি
আনন্দের নাই কো শেষ।

বুকের মাঝে এই বাঙালির
রহিবে অমর প্রাণ
উঁচু করে রাখবো ধরে
এই স্বাধীনতার মান।

১ ডিসেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top