কবি শাহিনা খাতুনের কবিতা “সু সময়”।

PicsArt_08-09-12.56.25.jpg

সু সময়
শাহিনা খাতুন

যদি ভাবি ভুল সময়ে এসেছি
তবেতো ইতিহাস খুঁজতে হবে
কখন সঠিক সময় ছিলো
সে কথা জানে নাকি কেউ?
আমার মনের প্রান্তে
ক্ষত এক আছে
জগৎ সংসার আজন্মই এমন
গল্পের শুরু যদি হয়
সে অনেক অনেক আগের কথা
তখন এমন এক সময় ছিল
সবাই খুব সুখে শান্তিতে ছিল
একথা শুনেছে কি কেউ?
তবে যে কবি সেই কবে
বর চেয়েছিলেন
তাহার সন্তান যেন থাকে দুধে ভাতে
এই অল্প চাওয়াই যখন আকুতি
সে নিশ্চয়ই সুসময় নয়
ধর্মযুদ্ধ ছিল বহুকাল ধরে
ধর্ম অধর্ম নিজধর্ম পরধর্ম নিয়ে
যুদ্ধ আজও স্ববেগে চলমান
মস্তিষ্ক দখলের কাজ ছিল
বহুকাল ধরে, এখনো আছে যা
অবিকল আগের মতন
বর্ণবাদও আছে অন্য কোন ঢঙে
অবিনাশ বাবুর দু’টি কালো মেয়ের
আজও বিয়ে হলোনা
দিন দিন সে চিন্তায়
হ্রদয়ের বিন্যাস বদলে গেছে
দুঃখ আছে আর দুঃখের ভানও আছে
ঠিক যেমন হাজার বছর আগেও ছিল
সুখ আছে সুখের মহড়া আছে
যা আর অবান্তর মনে হয়না কারো
সুসময়ের অপেক্ষায় আছি বহুকাল ধরে
আহারে সুসসময়!
আমার প্রাণের সুসময়
তোমার অপেক্ষা করে
আমি খুব ক্লান্ত হয়ে গেছি।
অন্যের জীবন ভেবে
নিজেরে করেছি তুচ্ছ
আপনার কি চাই
তোমার কি চাই
তোর কি চাই
তাহার কি চাই
অবিরাম জেনেছি আমি
পূর্ণ করেছি আশা
ভেবেছি সুসময় দরজায় এলে
বলবো তাহার কানে
আমার কি চাই
মুখ তুলে দেখিনি কোনোদিন
এখন কি ভোরবেলা
নাকি ভরদুপুর নাকি সন্ধ্যা ঘনিয়ে এল

আজ এ কোন শব্দে
কেঁদে ওঠে আমার প্রাণ
এ কোন নতুন সময়
উপস্থিত আমার দারে
আঁচল ভরে আছে
পরাণ ভরে আছে
শুধু নেই সময় আমার
দুঃসময় সুসময়
কিছুই আমার নয়
নথি আইন বিধি নিষেধ বিধান
এসবই আমার জীবন।

ওরে মোর প্রাণের সুসময়
জানি তুই আমার নয়
হয়তো আসবি একদিন
যেদিন আমার গ্রন্থিতে ছড়াবে ব্যথা
ভুলে যাবার অসুখ বেড়ে যাবে ঢের
চশমার কাঁচ বদলে ফেলেও
আফসা দেখবো শব্দ কবিতার
কাঞ্চনঝংগা দেখার স্বপ্নটা
বুকের ভেতর আর পুষে রাখবোনা
নিভু নিভু করেও স্বপ্নের
বাতিগুলো নিভে যাবে চিরতরে
দোতারার তারগুলো আমায় দেখে
অট্টহাসিতে ফেটে পড়বে
মেন্ডোলিনের ছবিটা চিরতরে মুছে যাবে
একতারার তার বেসুরো হয়েই
থেকে যাবে সেলফের উপর।

ওরে মোর ভালোবাসার সুসময়
ডাকলেও আসিসনা কোনোদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top