বোরহানউদ্দিনে নদীতে ইলিশ মাছ ধরায় ৭ জেলের কারাদন্ড।
বোরহানউদ্দিন প্রতিনিধি এম এ আজিজঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে সারকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ৭ জেলেকে আটক করেছে প্রশাসন।
এসময় তাদের কাছে থকে ৮ কেজি মা ইলিশ ও ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটকৃত ৭ জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল সালেহিন বলেন বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিার সকাল পর্যন্ত বোরহানউদ্দিন সদর উপজেলা তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৭জেলেকে আটক করে ।
আটক কৃতরা হলো, মোঃ হযরত আলী পিতাঃশাহেব আলী, সোহেল(১৯) পিতাঃসিরাজ,আনোয়ার হোসেন পিতাঃশফিউল্লাহ, মহিউদ্দিন (২৪)পিতাঃমোহাম্মদ আলী,হাসেম(২৮) পিতাঃআজিজল,সালাউদ্দিন(২৬) পিতাঃমোহাম্মদ আলী, বাবুল (২০)পািতাঃরেশাদ আলী।
আটকৃতদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস আইন অমান্যকারীদের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড দেন।