বোরহানউদ্দিনে গীতা পাঠ, আরতি ও ভক্তিমূলক গান প্রতিযোগিতা।

PicsArt_10-18-05.06.07.jpg

বোরহানউদ্দিনে গীতা পাঠ, আরতি ও ভক্তিমূলক গান প্রতিযোগিতা।

সাগর চৌধুরীঃ আজ ১৮ অক্টোবর ২০১৮ সকালে, সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমি এর আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে গীতা, চন্ডী পাঠ, আরতি নৃত্য ও ভক্তিমূলক গান এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্‌দূস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জসিম উদ্দিন হায়দার, ভোলা জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক, শ্রী অভিনাশ নন্দী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন পুজা উদযাপন পরিষদের সভাপতি, অনীল কুমার দাস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের স্কুল কলেজের ছাত্র-ছাত্রী।

এর আগে পুজা শুরুর দিন আলী আজম মুকুল এমপি তার নিজস্ব তহবিল থেকে প্রত্যেক পুজা মন্ডপের জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top