এসো
মোঃ আঃ কুদদূস
ভালোবাসা, আমার অফুরন্ত ভালোবাসা,
তুমি গোলাপের পাঁপড়ি হয়ে এসো,
আমি তোমার সুবাসে আহলাদিত হয়ে
বর্ণিল আলোতে প্রেমের কুঞ্জ সাজাব।
ভালোবাসা তুমি এসো- চাঁদের অপেরা হয়ে,
তোমার স্নিগ্ধ আলোতে, একাকী রাতে,
নিশ্চুপ নির্জনে, ছাদে দাঁড়িয়ে, প্রেমের
কোমল স্পর্শে দীর্ঘক্ষণ বিমুগ্ধ হব।
আমার ভালোবাসা, ভালোবাসার মুগ্ধতা,
একবার না হয়ে বৃষ্টির জল হয়ে এসো,
তোমার বিরহী জলে আপদমস্তক সিক্ত
হয়ে খাঁটি প্রেমের মানবে পরিণত হব।
ভালোবাসা তুমি না হয় আমার আঁধারে ভরা
জীবনে ধ্রুব তারা হয়ে একবার এসো,
তোমার আলোতে মুখ লুকিয়ে অযুত
নিযুত তারার মিটিমিটি হাসি দেখব।
ভালোবাসা, তুমি না হয় পড়ন্ত বিকেলে
ঝিরঝির সুশীতল বাতাস হয়ে এসো,
তোমার আলতো ছোঁয়ায়, দিনের সব
ক্লান্তি- শ্রান্তি ঝেড়ে ফেলে, সতেজ হব।
ভালোবাসা, ভালোবাসা, আমার ভালোবাসা,
তুমি না হয় স্বপ্ন হয়ে ঘুমের ঘরে এসো,
আমি তোমার সাথে অনেক দূরে, তেপান্তরে,
নয়নে নয়ন রেখে, অন্ধকারের সাথী হব।
আমার পবিত্র ভালোবাসা, একবার না হয়
এসো গভীর নিশীথের অজস্র শিউলি হয়ে,
প্রাতে আমি এক মুঠো শিউলি কুড়িয়ে
বড় মালা গেঁথে গলে পড়ে রাজপুত্র হব।
আচ্ছা, ভালোবাসা আমার, তুমি না হয়
একবার আমার কবিতার ছন্দ হয়ে এসো,
তোমায় দেখে দেখে কবিতার সুর-ছন্দ-তাল-
লয়ের গাঁথুনিতে কবিতার অনুপ্রাস সাজাব।
৫ আগস্ট ২০১৮
অমিল মুক্তক ছন্দ