সাঁঝের মায়া
মোঃ আঃ কুদদূস
সন্ধ্যারাগে বাজে মায়ার বাঁশি
বাজায় কে বা দূর লগনে বসি
দিয়ে প্রাণের সবটুকুন মায়া
সে মায়ার বাঁধনে বাধা এ কায়া।
বসিয়া তব কুঞ্জে ডাকো সুরে
অনুপম এ গোধূলির আঁধারে
সাধ্যে নেই আসিব আমি চলে
পথপ্রান্তে পাঁপড়িকলি ফেলে।
আলো আঁধারি মঞ্চে তব টিপ
এ অন্তরে জ্বলে হয়ে প্রদীপ
কত যে মন কাড়ে সেই সাঁঝে
সাঁঝের মায়া প্রাণে বড় বাজে।
পত্রঘন তাল তমাল তলে
ঝিঁঝিঁ পোকার ডাক সতত চলে
তোমার বাঁশরীর সুর কী বলে-
ভালোবাসা অমর চিরকালে।
মুরলী কেন আজ এত সুরেলা
সুরের ছন্দে কাটে সন্ধ্যাবেলা
বিমুগ্ধ হয়ে হেরি তব মুখ
সেই মুখ জুড়ে মম সব সুখ।
তরঙ্গ হয়ে ছুটে বংশী তান
সেই ছন্দে নাচে এই প্রাণ
কবিতা-সুর-ছন্দ-সাঁঝ-বাঁশি
এক তারে বেঁধে সব ভালোবাসি।
২৩ জুলাই ২০১৮
মাত্রাবৃত্ত ছন্দ