জীবনের দশভূজ
মোঃ আঃ কুদদূস
একাকী আমি, হেরি চাঁদের রূপালি আলো
কেউ থাকলেও ভালো, না থাকলেও ভালো
আমি তো কখনোই চাই না তোমার সর্বনাশ
সযত্নে তাই লুকিয়ে রাখি মমতার অভিলাষ।
একাকী আমি, সপ্ন দেখি মেঘলা দিন-রাতে
কালো মেঘের ঘনঘটা কেটে যাবে বৃষ্টিপাতে
একমুঠো রজনীগন্ধায় হবে সোনালি ভোর
আঁধারের যবনিকাপাতে খুলবো রুদ্ধ দোর।
একাকী আমি, লড়ে যাই পেতে মুক্তির পথ
জানি, মুক্তি না পেলেও কেটে যাবে বিপদ
আর কত কাল ক্ষয় হবে মহাকালের স্রোতে
পেতে চাই মুক্তির স্বাদ নতুন আভার প্রাতে।
একাকী আমি, ভালোবাসি সুশীতল বাতাস
ভীষণ ভীষণ প্রিয় আমার সূর্যহীন আকাশ
এই প্রকৃতি এই মায়ার চাদর – যে চির সবুজ
ছেড়ে যেতে চাই, সব ভুলে, জীবনের দশভূজ।
একাকী আমি, জীবনের নানা বিচিত্রতা হেরি
স্রোতের বিপরীতে বাইয়া চলি যুধিষ্ঠির তরী
এখানে আপন কেউ নেই, যাহাকে করিব পর
পরই বা কে হেথায়, যার জন্য কাঁদে না অন্তর?
একাকী আমি, নিরবে নিশ্চল থাকি সারাক্ষণ
সব ধূসর; এতদিনে খসে পড়েছে সব আস্তরণ
বেড়ে গেছে কুয়াশা, মারা পড়ে গেছে প্রত্যাশা
আসছে দিনে হয়তো বাড়বে ঘোর অমানিশা।
একাকী আমি, আকাশে শান্তির পায়রা উড়াই
শত রঙের শত ভাবনায়, স্বপ্নগুলোকে সাজাই
লাল সবুজের রঙে- বর্ণিল হয় বটবৃক্ষের তট
রঙের অভাবে বর্ণহীন আমি, কী বিচিত্র উদ্ভট!
১৬ জুলাই ২০১৮
সমিল মুক্তক ছন্দ