অনুভূতি
মোঃ আঃ কুদদূস
আমার সব অনুভূতি আজ ভোঁতা হয়ে গেছে
জীবনের প্রত্যাশা ও প্রাপ্তির এতটা ফারাক!
হায়রে জীবন!
হায়রে নিয়তি!
পোড় খাওয়া আমি নির্মমভাবে আর কত
আহত হব নিঠুর প্রেমের নির্দয় আঘাতে?
পৃথিবীর সব বাতাস জানে
ধরনীর সব পঙ্গপাল জানে
আমি সুখ চাই নি কোন দিন কোন বেলায়
শুধু বেঁচে থাকার স্বপ্ন লালন করেছি হৃদয়
মম জম্ম জম্মান্তরে,
আলো কিংবা আধারে।
আজ আর কোন আশাও নেই, স্বপ্নও নেই,
সব নিঃশেষ করে দিয়েছে বেহায়া হায়েনা।
তাই পরাজিত এই আমি
আজ ভীষণভাবে মুমূর্ষু
এ আমার বুক ফাটা আর্তনাদ নয়
এটা এখন বাস্তব, চাক্ষুস, সপ্রতিভ
নিষ্ঠুরতার চরম আত্মাহংকারে চরমভাবে নিস্পেষিত-
নিঃস্ব, অসহায়, বেদনাক্লিষ্ট,সময়ের সাইক্লোনে বিধ্বস্ত, নিঃসঙ্গ ডাহুক আমি,
বড়ই ব্যাথাতুর কবি।
তবে কোন দিন ক্ষমা করা হবে না এই উদ্ধত্যতা, মিথ্যা, ভন্ডামি ও শঠতার মত মূঢ়তা বা নিশাচরের একচেটিয়া
খামখেয়ালিপনা বা অন্নাভাবে
দেহ পসারিনীর রিজিকের অংশীজনকে।
নিজের প্রতি এ আমার অহেতুক আশ্বাস নয়, বেঁচে থাকার মূলমন্ত্র, অতি সহজেই পথের মাঝে ক্ষান্ত পথিক হতে চাই না এ বন্ধুর পথে।
সোনালী আলোর প্রাত্যুষে,
জীবন তরী নোঙর ফেলবে নবদ্বীপের নতুন বালুচরে
সেই বালুতটে দাঁড়িয়ে, হেরিব বাতি ঘর ঐ দূর সাগরে।