তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর নতুন কবিতা “হৃদয় বীণার সুর লহরী”।

PicsArt_05-06-12.36.56.jpg

হৃদয় বীণার সুর লহরী
মোঃ আঃ কুদদূস

আমার প্রেমিকা ছিল কিশোরী
বাজে হৃদ মাঝে তার বাঁশরী
মায়া ভরা মুখ মিষ্টি নয়ন
গালে পড়ে টোল শুধালে বচন
সূর্যের মতন উষ্ণ চাহনি
যদি ছুঁয়ে দেখি দেয় কাপুনি
অধরে দেয় সে ফুলের রঙ
কত কথা কয় করিয়া ঢঙ
সকালে বিকালে সাজে সে ফুলে
বাগিচার ফুল, নেয় সে তুলে
গোসল করিতে পুকুরে নামে
ডুব দেয় জলে উঠে সে দমে
অট্টহাসি হাসে বিনা কারণ
তখনো করে নি প্রেম ধারণ
লম্বা কেশ তার বর্ণে লোহিত
টানা টানা কথা করে মোহিত
কখনো নীরব কিংবা সরব
সুঘ্রানে তাহার মম সৌরভ
চাঁদের কলঙ্ক তাহার নাই
কাছে এলে তার পানে তাকাই
সে ছিল মোর ডানা কাটা পরী
হৃদয় বীণার সুর লহরী।

দেখিছিনু তার রূপ সাগর
অপরূপ রূপ যেন ডাগর
সে যখন ছুটে মম সকাশে
যেন মেঘদল উড়ে আাকাশে
প্রেমে মজেছিনু সে কি জানত
অতি ভোরে কেন ঘুম ভাঙত?
ষোড়শী সে ছিল আমার রাধা
বানিয়ে বানিয়ে বলত ধাঁধাঁ
কত যে গেঁথেছি ফুলের মালা
মালায় মালায় ভরেছি গলা
টগরের মত শুভ্রতা ভরা
সে বিনে অপূর্ণ আমার ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top