হৃদয় বীণার সুর লহরী
মোঃ আঃ কুদদূস
আমার প্রেমিকা ছিল কিশোরী
বাজে হৃদ মাঝে তার বাঁশরী
মায়া ভরা মুখ মিষ্টি নয়ন
গালে পড়ে টোল শুধালে বচন
সূর্যের মতন উষ্ণ চাহনি
যদি ছুঁয়ে দেখি দেয় কাপুনি
অধরে দেয় সে ফুলের রঙ
কত কথা কয় করিয়া ঢঙ
সকালে বিকালে সাজে সে ফুলে
বাগিচার ফুল, নেয় সে তুলে
গোসল করিতে পুকুরে নামে
ডুব দেয় জলে উঠে সে দমে
অট্টহাসি হাসে বিনা কারণ
তখনো করে নি প্রেম ধারণ
লম্বা কেশ তার বর্ণে লোহিত
টানা টানা কথা করে মোহিত
কখনো নীরব কিংবা সরব
সুঘ্রানে তাহার মম সৌরভ
চাঁদের কলঙ্ক তাহার নাই
কাছে এলে তার পানে তাকাই
সে ছিল মোর ডানা কাটা পরী
হৃদয় বীণার সুর লহরী।
দেখিছিনু তার রূপ সাগর
অপরূপ রূপ যেন ডাগর
সে যখন ছুটে মম সকাশে
যেন মেঘদল উড়ে আাকাশে
প্রেমে মজেছিনু সে কি জানত
অতি ভোরে কেন ঘুম ভাঙত?
ষোড়শী সে ছিল আমার রাধা
বানিয়ে বানিয়ে বলত ধাঁধাঁ
কত যে গেঁথেছি ফুলের মালা
মালায় মালায় ভরেছি গলা
টগরের মত শুভ্রতা ভরা
সে বিনে অপূর্ণ আমার ধরা।