তেতুলিয়ার কবি মোঃ আঃ কুূদদূস এর প্রেমের কবিতা ” রেশমী চুলের মুঠি”

PicsArt_05-06-12.36.56.jpg

রেশমী চুলের মুঠি
মোঃ আঃ কুূদদূস

তোমার ভালোবাসা পেলে, আমি ভাসতে পারি জলে
তুমি মোর আপন হলে, আমিও হাসতে পারি প্রাণ খুলে
যদি দাও একটুখানি আদর, হতে রাজি আছি বাদর
বাদরে মুখ লুকিয়ে রাখব সদা দিয়ে তব মায়াবী চাদর
যদি তাকাও দিয়ে তোমার মিষ্টি মুখের অনাবিল হাসি
পণ করে বলব, তোমাকে আমি অনেক ভালোবাসি।
যদি ভালোবাস, রেশমী চুলের মুঠি খুলব নিজ হাতে
মেঘের কালো ডানার মত কেশের ঢেউয়ে মুখ লুকাবো তাতে

তুমি যদি হাস প্রাণখুলে, প্রেমের দেবীর মত লাগে সেই অপরূপ মমতার হাসি,
ধরণী কেন এততো সুন্দর হয়, কারো কারো কাছে, সেটা আজ আমি বুজিয়াছি?
প্রেম দাও কিংবা দাও বিরহ, প্রিয়ে, আমি যে তোমার যুগ যুগান্তরের বৈরাগী,
তোমার দেখা না পেলে ঘাসফুল কিংবা নয়নতারা থাকলেও হতেম অভাগী।

তুমি মোর হৃদয় রাজ্যের নিভৃত কোণে ঠায় দাঁড়িয়ে থাকা নিশাচর বন পাখি,
তোমার হাসি কান্না আনন্দ বেদনা উপভোগের জন্য আমার আছে দুটো আঁখি।
তুমি কোন কন্যারাজ, কোন বাগিচার রঙ্গনা, কোন বিলের স্বচ্ছ জলের প্রস্ফুটিত লাল শাপলা?
তুমি আমার কবিতার চিরায়ত ছন্দের অনবদ্য মিল, ভালোবাসার গাঁথুনিতে রচা অমর পংক্তিমালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top