বৈদেশিক বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভা
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিনিয়োগ সমন্বয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা আহ্বান করা হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যানবৃন্দ, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাননীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পলিসি এডভাইজার (সমন্বয় এবং সংস্কার), পিপিপি অথরিটি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লুৎফে সিদ্দিকী স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় গুরুত্ব বিবেচনায় বাংলাদেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরসমূহে যেসব সমস্যা উদ্ভব হয়—তা সমাধানের জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় অংশগ্রহণকারীগণ নিজ নিজ দপ্তরের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের পথে বাধা ও সম্ভাবনা, বিভিন্ন সফল উদ্যোগের তথ্য এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় আন্তঃদপ্তর সমন্বয়ের ক্ষেত্রে সম্মিলিত প্রয়াসে বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের উপায় নির্ধারণ করা, সফল উদ্যোগসমূহ অনুসরণ করা, প্রশাসনিক নীতিমালা ও শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের থেকে প্রতিক্রিয়া গ্রহণ ও সহজতর সেবা প্রদানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসাবে অবকাঠামো উন্নয়ন ও সহজতর সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি ফলাফল-ভিত্তিক কার্যকর ওয়ার্কিং গ্রুপ হিসাবে কাজ করার জন্য প্রতিমাসে নিয়মিত এ সভাটি আয়োজন করা হবে।
আরও সংবাদ পড়ুন।
অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা: শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সব ধরনের চেষ্টাই করা হচ্ছে : ড. ইউনূস
আরও সংবাদ পড়ুন।
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৭৯তম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস-এর ভাষণের পূর্ণ বিবরণ
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক : সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – অসহযোগ আন্দোলন শুরু: যেসব নির্দেশনা মানাতে হবে
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আগামীকাল শনিবার বিক্ষোভ;রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় ১ জন রংপুর ১জন চট্টগ্রামে ২ জন নিহত
আরও সংবাদ পড়ুন।