চা পান করলে কি কি ক্ষতি হতে পারে!
অনেকেই প্রশ্ন করেন, চা পান করলে কি কি ক্ষতি হতে পারে! এমন প্রশ্নের মুখোমুখি কখনো হয়েছেন আপনি? আমি বার বার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি।
অনেকেই বলেন, চা পান করলে বুক জ্বালা করে, কেউ কেউ বলেন চা পান করলে ঘুমাতে পারেন না। কেউ কেউ বলেন শরির হজম শক্তি হারায়।
এছাড়াও মোটামুটি অনেকেই এর বিপক্ষে বলেছেন। যদিও পক্ষে বলার লোকের অন্ত নাই।
আমরা জেনে নিব; সত্যি চা পান করলে কি কি ক্ষতি হতে পারে!
মানুষের জম্মের শুরু থেকেই খাবার ও পানীয় নিয়ে বেশ আগ্রহ ছিল মানুষের মাঝে। নানা দেশের নানা জাতীর একেক ধরনের খাবার পছন্দ। বাংলাদেশের মত একটি ছোট দেশেও অঞ্চল ভেদে খাবার ও পানীয় পান করার ক্ষেত্রে বিস্তর ভিন্নতা আছে।