কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা-এর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা-এর কর্মকর্তাদের বিরুদ্ধে একই কর্মস্থলে দীর্ঘদিন চাকরিরত থেকে পদোন্নতিতে অনিয়ম এবং প্রকল্প থেকে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে (১৫ ফেব্রুয়ারী২০২৩) দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদক টিম প্রথমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকার পরিচালক (প্রশাসন ও অর্থ উইং), উপপরিচালক (পার্সোনাল) এবং উপপরিচালক (লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস) এর সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এনফোর্সমেন্ট টিম কথা বলে।
অভিযানকালে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায়। তবে আদালতের নিষেধাজ্ঞা এবং পত্র পত্রিকায় খবর আসায় নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম স্থগিত করা হয়।
অভিযান পরিচালনাকালে টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, এনফোর্সমেন্ট পরিচালনাকারী টিম প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
তবে, অনিয়মের অভিযোগের বিষয়টি সম্পর্কে জানতে কৃষি
মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া’র কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অভিযান সম্পর্কে আমার জানা নেই।
আরও সংবাদ পড়ুন।
সরকারি ৭২ হাজার মেট্রিক টন সার ‘আত্মসাৎ’- তদন্তের নির্দেশ হাইকোর্টের
আরও সংবাদ পড়ুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা – ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দিলেন