ভোলা প্রেস ক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৯ প্রার্থী

Picsart_22-12-25_12-09-24-919.jpg

ভোলা প্রেস ক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৯ প্রার্থী

ভোলা প্রতিনিধঃ ভোলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক ২০২৩-২৪ নির্বাচনে সভাপতি পদে এম হাবিবুর রহমান আবারো নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সম্পাদকসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে নির্বাচন কমিশন সভাপতি পদ সহ অপর ৮ পদে একক প্রার্থী থাকায় তাদের গঠনতন্ত্রের ৬ অনুচ্ছেদ ও ঘোষিত তফসিলের নিয়ম-নীতির ১৫নং ক্রমিক অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ-সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন (যুগান্তর ও জিটিভি), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ (এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক পদে কামরুল ইসলাম (একাত্তর টেলিভিশন), গ্রন্থাগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সদস্য পদে জুন্নু রায়হান (নিউজ ২৪ টেলিভিশন) ও নাসির লিটন (সময় টেলিভিশন)।

অপরদিকে সহ-সভাপতি পদে সাহাদাত হোসেন শাহিন, কামাল উদ্দিন সুলতান ও মো. সুলাইমান এবং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান কমিটির সম্পাদক অমিতাভ রায় অপু ও আহাদ চৌধুরী তুহিন।

আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২৩-২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোলা প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top