আজ রাজধানী’র পল্লবীতে সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে দুদকের অভিযান পরিচালনা করে। অভিযানে গিয়ে দুদক টিম দেখতে পায়, সাইনবোর্ডে শেখ ফজলুল হক মনি খেলার মাঠ যেটি বাস্তবায়নেঃ আতিকুল ইসলাম, মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্রস্তাবনায়ঃ আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা,সংসদ সদস্য ঢাকা-১৬ এবং সার্বিক তত্ত্বাবধানেঃ কাজী জহিরুল ইসলাম মানিক, কাউন্সিলর ৩ নং ওয়ার্ড, ডিএনসিসি লেখা দেখতে পাওয়া যায়।
সাগর চৌধুরীঃ রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর সেকশন ১১ এলাকায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বালু ফেলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট ভরাটপুর্বক দখল নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা থেকে দুই(০২) সদস্যের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম আজ মঙ্গলবার (২২নভেম্বর২০২২) একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
দুদক এনফোর্সমেন্ট টিম এরূপ অবৈধ দখলের বিষয়ে নির্বাহী প্রকৌশলী, মিরপুর গৃহসংস্থান বিভাগ-২,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর কার্যালয়ে থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপুর্বক পর্যালোচনা করে তাদের উপসহকারী প্রকৌশলী টিমের সাথে সমন্বয় করে ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শন কালে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থল পরিদর্শকালে টিম দেখতে পায় যে, উক্ত স্থানের চতুর্দিকে শেখ ফজলুল হক মনি খেলার মাঠ নামে সাইনবোর্ড টানানো আছে।
সাইনবোর্ডে শেখ ফজলুল হক মনি খেলার মাঠ যেটি বাস্তবায়নেঃ আতিকুল ইসলাম, মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্রস্তাবনায়ঃ আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা,সংসদ সদস্য ঢাকা-১৬ এবং সার্বিক তত্ত্বাবধানেঃ কাজী জহিরুল ইসলাম মানিক, কাউন্সিলর ৩ নং ওয়ার্ড, ডিএনসিসি লেখা দেখতে পাওয়া যায়।
অবৈধভাবে দখল করার এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী, উপবিভাগ-১, মিরপুর গৃহসংস্থান বিভাগ-২,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক গত(০২অক্টেভর২০২২) পল্লবী থানায় সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করে সাধারণ ডায়েরী করা হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান,এছাড়াও অভিযানকালে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত রেকর্ডপত্র, তথ্যপ্রমাণ যাচাইপুর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।