লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে খাল দখল; রক্ষকই কি ভক্ষক!
উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডে বগীরচর এলাকায় সরকারি প্রবাহমান খাল দখল করে ভবন তৈরী করছে স্থানীয় খাল খেকোরা।
বিষয়টি নিয়ে এলাকার সচেতম মহল আশংকা করছে, এভাবে খাল দখল হলে এক সময় প্রবাহমান খাল বন্ধ হয়ে যাবে। পানি চলাচল বন্ধ হলে কৃষি কাজে ব্যাপক লোকসানে পড়বে কৃষি ও কৃষক।
এভাবেই দখল হচ্ছে নূর নবী চৌধুরী মহাবিদ্যালয়ের সামনের খাল।
ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হলেও স্থানীয় প্রশাসন কোন আইনি ব্যাবস্থা গ্রহন করেন নি। এমনকি স্থানীয় বদরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এই বিষয়ে জানেন না বলে জানান গণমাধ্যমে।
যদিও স্থানীয়রা অভিযোগ করেন, বদরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার সাথে অবৈধ লেনদেনের মাধ্যমেই আরসিসি পিলার করে ভবন তৈরী করেছে সরকারি খালখেকো ভূমি দস্যুরা।
বোরহানউদ্দিন উপজেলা ও লালমোহন উপজেলা রাস্তার পাশে নূর নবী চৌধুরী মহাবিদ্যালয়ের সামনে দিয়ে প্রবাহিত খালটির এমন করুন দশা স্থানীয়দের হতাশার কারণ।
খাল না বাঁচলে কৃষি বাচঁবে না আর কৃষি না বাঁচলে মানুষও বাঁচবে না। তাই স্থানীয়দের অভিযোগ, দ্রুত খালের উপর সব পিলার অপসারণ করে পানি চলাচলের সুযোগ না করলে শুস্ক মৌসুমে মহাবিপদে পড়বে স্থানীয়রা।
বিষয়টি গুরুত্ব বিবেচনায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল, বিষয়টি অবগত নই। উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করা হবে।