প্রথম পহর – শাহানা সিরাজী

PicsArt_12-03-10.16.48.jpg

প্রথম পহর – শাহানা সিরাজী

আমাদেরকে নিয়ে মেতে উঠবে প্রথম পহরের স্লোগান মুখে
জানি বেদীর গায়ে গায়ে লেগে থাকবে টগর, গাঁদা,জুঁই চামেলী, মাইক বাজবে গান হবে
কেউ বিরক্ত হবে তবুও উঠবে, যাবে, হাঁটবে-
আমরা যেন জড় জগতের অনুসঙ্গ কেবলই একটি মিনার!
সারাবছর অবহেলায় পড়ে থাকা এক টুকরো স্মৃতি!

আমরা মুষ্ঠিমেয় জনতার চেতনায় জমাট বেঁধে থাকার জন্য
লড়াই করিনি
গণমানুষের মুখের ভাষা আনতে গিয়েছিলাম
অমর হতে চাইনি
অমর করতে চেয়েছি
আমরা এখন কেবলই জাতীয় দিবসের মিছিল-মিটিং!

আমাদের বাংলা এখনও জৌলুশ হারা
কামার -মুটে -কুলি -মজুরের মুখে
শ্রীহীন অচ্ছ্যুত কিছু শব্দমালা!
প্রকৌশল -চিকিৎসা-উচ্চ শিক্ষায়
নেই বাংলার মাধুর্য অস্তিত্ব!
নেই শিল্পজ বুনুন।

শুদ্ধ বাংলা বলতে না পারা এখন স্মার্টনেস!
ইংরেজীর আদিখ্যেতা না হলে আধুনিকতা
স্পর্শ করে না; তাই ইংরেজী ভার্সনে চলে বাংলার
মৃত্যু সংবাদ!

বাংলা একাডেমি কেবল ই-কার,ঈ-কার নিয়ে
পাকাচ্ছে জটলা, ম্যলুবোধের পথে কাঁটা পুঁতে
বিকৃত বাংলায় চলছে প্রেমালাপ,ঝগড়া, প্রাত্যহিক
যোগাযোগ!

আমরা অমর হতে চাইনি
চেয়েছি অমর করতে

আমার মায়ের ভাষা মায়ের কলমের অক্ষরে লিখতে
আমার দাদীর প্রাণ খোলা কৌতুক আর হাস্যরসে
উঠানভাঙা হাসিতে লেগে থাকতে

আমার সন্তানেরা বাংলা ভাষায় উচ্চ শিক্ষা গ্রহণ করে
বাংলাকে দেবে অমরত্ব!

একবার ভালোবাসো নিজেকে
একবার বলো, প্রিয়তমা,ভালোবাসি তোমাকে’
একুশের প্রথম পহরে, খাতা খুলে নাও,
রঙিন কাগজে,কাজলে লিখো
প্রিয়তম হে, ফিরে এসো ঘরে।
বাংলা বর্ণমালাকে আর দুঃখী করো না!

শাহানা সিরাজী
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top