রানীগঞ্জ – বাংলাবাজার রাস্তা পুনঃনির্মাণে সরকারি টাকা ধুলোয় উড়ছে! দূর্ঘটনার শিকার আহতরা হাসপাতালে
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন পূর্ব বাজার থেকে রানিগঞ্জ ও আলীমুদ্দিন বাংলাবাজার ব্যস্ততম সড়ক।
দীর্ঘদিন সড়ক মেরামত না করায় রাস্তাটি ভেঙেচুরে বেহাল দশায় পরিণত হয়।
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা,পক্ষিয়া এবং বড়মানিকা সহ তিনটি ইউনিয়নের জনগনের দুর্দশার কথা চিন্তা করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর ডিও লেটার এর মাধ্যমে এলজিইডি জিওবি মেনটেনেন্স এর আওতায় নিয়ে ৪.৮ কিলোমিটার রাস্তাটি ১ কোটি ৪০ লক্ষ ৮৪ হাজার টাকায় ব্যায় নির্ধারণ করে টেন্ডার আহ্বান করা হয়।
রাস্তা নির্মাণ কাজে টেন্ডারের মাধ্যমে মেসার্স হাওলাদার কনস্ট্রাকশন রাস্তার পুনঃ নির্মাণের কাজ পায়। হাওলাদার কনস্ট্রাকশ রাস্তা পুনঃ নির্মাণ কাজটি পেয়ে নিজে না করে সাব ঠিকাদার জনৈক নিরব গোলদারের কাছে পার্সেন্টেজ নিয়ে কাজ বিক্রি করে দেন।
বেশ কিছুদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ চলমান থাকলেও অতি নিম্নমানের নির্মাণ ইটের খোয়া ব্যবহারের ফলে রোলার মেশিন দিয়ে সমতল করার সময় ধুলায় পরিণত হয়। যার ফলে রাস্তার আশপাশের দোকান-পাট, গাছ-গাছালি ইটের ধুলোয় লাল কালার ধারণ করা পাশাপাশি জন জীবন বিষিয়ে তুলেছে।
রাস্তা পুনঃ র্নির্মাণের জন্য সরকারের কোটি টাকা ধুলো উড়ছে। রাস্তাটি ৩ মিটার চওড়া হওয়ার কথা থাকলেও বহু জায়গায় তা মানা হয়নি।
এবিষয়ে রাস্তা পুনঃ নির্মাণকারি সাব ঠিকাদার নিরব গোলদার এর কাছে জানতে চাইল তিনি বলেন, নিয়ম মেনে কাজ করছি। রাস্তায় ভালো ইটের খোয়াই ব্যবহার করা হয়েছে। ইট ও মাটি টানা ট্রাক বেশি যাতায়াত এর ফলে কিছু জায়গায় খোয়া গুড়ো হয়ে ধুলোয় পরিনত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা এলজিইডি প্রকৌশলী শ্যামল কুমার গায়েন এর কাছে জানতে চাইলে, তিনি ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে বলেন।
এই রাস্তায় চলচল কারী বহু মানুষ, মটর সাইকেল,অটোরিক্সা দূর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ফুটফুলে শিশু সহ অভিভাবক, শিশুর পিতাঃ রিক্সা চালক জুলহাস। বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সে। অসুস্থতার জন্য মেয়ের চিকিৎসার অর্থযোগান দিতে পারছে না।
অটোচালক মফিজল বলেন, আমি সেখানে কার্লভার্ট দূর্ঘটনার শিকার হই। এখন হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে আছি। রাস্তার মাঝখানে কেটে রাখছে। কোন আলো নেই, বিকল্প রাস্তা নাই, রাস্তারপাশে সাইনবোর্ড নাই। কিভাবে মানুষ রাস্তায় চলবে।
রানীগঞ্জ – বাংলাবাজার রাস্তা বিষয়টি গণমাধ্যম ইতোমধ্যে সংবাদ প্রকাশ করেছে। দূর্ঘটনার সচিত্র প্রতিবেদনও প্রকাশ হয়েছে।
গণমাধ্যম কর্মিরা ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এর সাথে যোগাযোগ করলে তিনি আজ বক্তব্য দিয়েছেন।