মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে মিষ্টি তৈরি, ৬ লাখ টাকা জরিমানা
অপরাধ প্রতিবেদকঃ মেয়াদোত্তীর্ণ প্রায় ১১ রকমের উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুত করার অপরাধে বংশালের আল নাসির সুইটস অ্যান্ড বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, পুরান ঢাকার বংশাল মোড় এলাকায় অবস্থিত আল নাসির সুইটস অ্যান্ড বেকারিতে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ প্রায় ১১ রকমের উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুত করতে এবং আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় করতে দেখা যায়।
এ কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী আল নাসির সুইটস অ্যান্ড বেকারি কর্তৃপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান, খাদ্য বিশ্লেষক মো. ফারহানুল আলম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।