পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ইউকে বাংলা প্রেসক্লাবের স্মারকলিপি
লন্ডন থেকে সাইদুল ইসলামঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নারকীয় হত্যাকান্ডে ন্যাক্কারজনক ভূমিকার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানকে আনুষ্টানিকভাবে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে ইউকে-বাংলা প্রেসক্লাব।
১৪ ডিসেম্বর সোমবার বিকেলে ব্রিটেনের বাংলা গনমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে লন্ডনস্থ পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবরে লেখা এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৯৭১ সালে বাংলাদেশের নারকীয় হত্যা ও বর্বরতার কথা তুলে ধরে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের কাছে আনুষ্টানিকভাবে ক্ষমা চাওয়ার আহব্বান জানানো হয়।
সোমবার বিকেলে প্রচন্ড বৃষ্টির মধ্যে লন্ডনস্থ পাকিস্তান হাইকমিশনে স্মারকলিপি হস্তান্তর করেন প্রেসক্লাবের সহ- সভাপতি এডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, ট্র%