জয়া হাজী তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সুপার, আবু তাহের ফুল দিয়ে শুভেচ্ছা জানান
সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করে গংগাপুর ইউনিয়ন পরিষদ। ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি ভোলা- ২)।
আলী আজম মুকুল এমপি, অনুষ্ঠানস্থলে আসার সঙ্গে সঙ্গে শতশত মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। জয়া হাজী তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সুপার, আবু তাহের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে। ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছাত্রলীগ সহ আওয়ামীলিগের নানা সংগঠনের নেতা কর্মিরা।
গংগাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ, আবুল কালাম বদ্দার, ফকরুল আলম জুয়েল সহ স্থানীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, জয়া হাজী তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও সহকারীরা।
ইফতার অনুষ্ঠানের বক্তব্যে মাননীয় আলী আজম মুকুল এমপি বলেন, ক্ষমতা ক্ষনস্থায়ী। আমি ক্ষমতার বিশ্বাসী না। আমার বাবা মা বেচেঁ নাই। আপনারাই আমার বাবা মা।
পরে বিএনপি শাসন আমলে নেতা কর্মিদের প্রতি. অন্যায় অত্যচার জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে আবেগ তারিত কন্ঠে, আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, আমাদের নেতা কর্মিরা এখনো নিচুপ আছেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।
আলী আজম মুকুল এমপি, ইফতার মাহফিলে মোনাজাত করেন।