দুদকের সাবেক কমিশনারের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক প্রকাশ
সাগর চৌধুরীঃ আজ সকালে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মনিরুদ্দিন আহমেদ রাজধানীর সমি¥লিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন।
মনিরুদ্দিন আহমেদ ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হলে ঐ দিনই দুদকের কমিশনার হিসেবে যোগদান করেন। ২০০৪ সালের ২১ নভেম্বর থেকে ২০০৭ সালের ১১ ফেব্রæয়ারি পর্যন্ত তিনি দুদক কমিশনারের দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মনিরুদ্দিন আহমেদ দেশের দুর্নীতি দমন ও প্রতিরোধে সততা ও নিষ্ঠার সাথে-সুনিপুনভাবে আইনি দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দুদক একজন প্রথিতযশা সাবেক সহকর্মীকে হারালো।
দুদক চেয়ারম্যান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।