রাজধানীর সদরঘাটের ইজারা বাতিল, আর কোন ফি দিতে হবে না যাত্রীদের
বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর সদরঘাট নৌ টার্মিনালের ইজারা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে কোনো ফি দিতে হবে না যাত্রীদের।
শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানায়।
বিআইডব্লিউটিএ জানায়, সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে। যাত্রীর নিজের বহনযোগ্য কোনো মালামাল কুলিরা ধরতে পারবে না। এমনকি যাত্রীদের বহনযোগ্য কোনো মালামালের জন্য ফি বা শুল্ক দিতে হবে না।
সদরঘাটে যাত্রী হয়রানির ঘটনা ঘটলে ০১৩০৪০০৪০০৩/৬ নম্বরে ফোন করে বিআইডব্লিউটিএর হটলাইনে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। এছাড়া আইনশৃঙ্খলা বা অন্যান্য গুরুতর সমস্যা হলে অভিযোগ করা যাবে জাতীয় হটলাইন নাম্বার ৯৯৯-এ।