প্রতারণার অভিযোগে পুলিশের এসআই আটক

PicsArt_09-14-06.44.16.jpg

প্রতারণার অভিযোগে পুলিশের এসআই আটক

জেলা প্রতিবেদকঃ নওগাঁর বদলগাছী খানায় গিয়ে ‘মিথ্যা পরিচয়ে’ প্রতারণার অভিযোগে পুলিশের এক এসআইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানা থেকে তাদের আটক করা হয় বলে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান জানান।

আটকরা হলেন ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৫০), তার ছেলে রকি (২৫), ছেলের বন্ধু সোহাগ (২৪) ও পারভেজ (২৫)। রকি ও পারভেজের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা ছেলে ও ছেলের বন্ধুদের নিয়ে থানায় আসেন। বদলগাছী থানার ওসি জোবায়ের হোসেনের কাছে ডিবি পরিচয় দেন তারা।

“অভিযান চালানোর কথা বলে থানা পুলিশের সহায়তা চাইলে ওসি জোবায়ের হোসেনের সন্দেহ হয়। তখন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।”

তাদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক ও হাতকড়া উদ্ধার করা হয়েছে বলেও জানান আবু সালেহ।

গোলাম মোস্তফার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, গোলাম মোস্তফা ইতিপূর্বে নওগাঁ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বদলগাছী থানায় কিছুদিন দায়িত্ব পালন করেছেন। নওগাঁয় থাকাকালে স্থানীয়দের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। তিনি সেখানে তক্ষক বেচা-কেনার প্রতারণায় জড়িয়ে পড়েন। এ কারণে শুক্রবার এখানে আসেন বলে জানান।

তবে তক্ষক নিয়ে প্রতারণা নাকি অন্য কোনো কারণে ডিবি পরিচয় দিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ, বলেন এসপি আব্দুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top