শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
অপরাধ প্রতিবেদকঃ চাকরি দেয়া ও বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মমিনুল আযমের বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সাংবাদিক সম্মেলনে সুমি লিখিতভাবে এই অভিযোগ করেন।
অভিযোগকারী সুমি ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা শাখা নির্বাহী কমিটির মহিলা সম্পাদিকা। এসব অভিযোগে সুমি গত ৩ সেপ্টেম্বর মমিনুলের বিরুদ্ধে পল্লবী থানায় একটা জিডিও করেছেন। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমি বলেন, সাংগঠনিকভাবেই তার সাথে মমিনুল আজমের পরিচয় হয়। মমিনুল আযম প্রভাবশালী নেতা হওয়ায় তিনি তার কাছে সরকারি একটি চাকরিতে ঢুকিয়ে দেওয়ার অনুরোধ করেন। মমিনুল তাকে চাকরি না দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন। মমিনুল বিভিন্ন সময় অর্থনৈতিক প্রলোভন দেখান। এভাবে এক পর্যায়ে তিনি মমিনুলের উপর দুর্বল হয়ে পড়েন। তাকে বাড়ি থেকে নেওয়ার জন্য মমিনুল তার ব্যক্তিগত গাড়ি পাঠিয়ে দিতেন। আফতাব নগরের এইচ ব্লকের ৩ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক হয়। এর ছয়-সাত মাস পরে মমিনুল তাকে বিয়ে করতে অসম্মতি জানায়। চাকরির বিষয়ে ঘুষ দিতে হবে বলে বিকাশের মাধ্যমে দুইবারে ২০ হাজার টাকা নিয়েছে। বিয়ে না করে মমিনুল তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিষয়টি সমাধান করার জন্য তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।