ভার্চুয়াল আদালত: আইনজীবীদের জন্য অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে

FB_IMG_1594294138201.jpg

ভার্চুয়াল আদালত: আইনজীবীদের জন্য অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে

বিশেষ প্রতিবেদকঃ ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আইনজীবীদের কারিগরি ও তথ্য প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে আইন মন্ত্রণালয়।

আগামী ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে দেশের সকল জেলার সরকারি আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের এ প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।    

‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণে কারিগরি সহায়তা দিচ্ছে জার্মান উন্নয়ন সংস্থা-জিআইজেড। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান করবে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।

আইনমন্ত্রী আনিসুল হক ওইদিন দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

অনেক আইনজীবীর ভার্চুয়াল আদালত পদ্ধতি সম্পর্কে কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত ধারণা বা দক্ষতা না থাকায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ আছে। এ কারণে বিচারপ্রার্থীদের কথা বিবেচনা করে সরকার ১১ মে থেকে ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top