স্বীকারোক্তি – মোঃ মনিরুল ইসলাম

স্বীকারোক্তি – মোঃ মনিরুল ইসলাম

ছেঁড়া জুতো আর মলিন প্যান্টে মধ্যবিত্তের চিত্র
তপ্ত দুপুর, পিচঢালা পথে হাঁটতে হাঁটতে
রক্তগুলো ঘামের ফোঁটা হয়ে ঝরছে অবিরত !

ফুসফুসের বা-পাশটায় জমে আছে বাবা-মায়ের দেয়া স্বপন
গুনছি প্রহর.. দেশপ্রেমে সুধিবো বাবা-মা আর দেশবাসির ঘাম জড়ানো ঋণের বহন।

চাকুরী হয়েছে আজ,
বাসা আর আসবাবপত্রে বাহারি যতসব সাজ !

সভ্য হয়েছি ….তবে মনে নয়,
পোষাক-পরিচ্ছদ আর সাজসজ্জায়
কিন্তু হৃদয় যে রয়ে গেছে ইটপাথরের খাঁচায় !

কখনও ভাবার হয়নি সময়
কিছু কি দিয়েছি দেশমাতা তোমায় ?
নিজের প্রাপ্তিটা ছিনিয়ে আনতে করেছি আঘাত কতশত,
দিয়েছি গভীর ক্ষত, করেছি রক্তাক্ত
দেশমাতা সয়ে গেছে সবই নিরবে অবিরত !

লোভের বশে হারিয়েছি মনুষ্যত্ব,
হারিয়েছি নৈতিকতা,
হারিয়ে গেছে হুশ।
সর্বাঙ্গে ব্যাথা..
ক্যান্সারে আক্রান্ত আজ তাই দেশমাতার ফুসফুস !

শুধু নিজ স্বার্থের জন্যে
দিনশেষে রাজনীতির অভিনয় মঞ্চে
গেয়ে উঠি ….
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা !

মোঃ মনিরুল ইসলাম
কবি ও লেখক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top